খন্দকার আরিফ :
চাঁদপুর জেলার অন্যতম ব্যবসায়ীক কেন্দ্র হিসেবে সমাদৃত হাজীগঞ্জ বাজার। ব্যবসায়ীদের ঐক্যের প্রতীক হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের বসার জন্য ও অফিসিয়াল স্পেস হিসেবে জেলা পরিষদ চাঁদপুর বহুতল ভবন থেকে হাজীগঞ্জ বাজারে ৭৫০ স্কয়ার ফিট স্পেস নিয়ম মোতাবেক বরাদ্দ গ্রহণ করেন।
বুধবার ৩ মে বরাদ্দকৃত স্পেসের ১ম কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদ কার্যালয়ে এসে প্রদান করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ।
এ সময় ১ম কিস্তির চেক গ্রহণ করেন জেলা পরিষদ চাঁদপুর এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওসমান গণি পাটওয়ারী ও জেলা পরিষদ চাঁদপুর এর সহকারি প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ ইকবাল হোসেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওসমান গণি পাটওয়ারী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শীঘ্রই বরাদ্দকৃত জায়গা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দকে হস্তান্তর করা হবে। ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালীণ সময়ের কারণে ভবনের কাজ পিছিয়েছে। ২০২০ সালে ভবনের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা ২০২৩ সালের মধ্যেই শেষ করার জোর চেষ্টা চলছে।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আলহাজ্ব মোঃ আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, সহসভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক সাহাবুদ্দীন সাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম মুন্সী, প্রচার সম্পাদক মোঃ কাজী হেলাল উদ্দীন, শিল্প বিষয়ক সম্পাদক হা: মোঃ আবুল কাশেম, ওয়ার্ড কমিশনারদের মধ্যে ২নং এর মনির হোসেন সাগর, ৩নং এর মোঃ মাঈনুদ্দীন মিয়াজী, ৫নং এর মোঃ মিজানুর রহমান, ৬নং এঁর তাপস পাল,৭নং এর মোঃ আল আমিন, মানিক মজুমদার প্রমুখ। এছাড়াও হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৭৫০ বর্গফুট জায়গার বরাদ্দকৃত মূল্য ৩৬ লক্ষ টাকা। প্রাথমিকভাবে ৯ লক্ষ ও প্রথম কিস্তি ৬ লক্ষ ২৫ হাজার টাকা সহ মোট ১৫ লক্ষ ২৫ হাজার টাকা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দ এই পর্যন্ত পরিশোধ করেন।
এ সময় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যানকে সমিতির নির্বাচনের পূর্বেই স্পেস উন্মুক্ত করে বুঝিয়ে দেয়ার অনুরোধ করেন।