Header Border

ঢাকা, সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তি থানা পুলিশের জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল নেতা শরিফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানে যোগদান মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক ফটিকের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও স্মরণসভা  শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ বড়কুল রামকানাই উবি’র সভাপতি রিফাত জাহান, অভিভাবক সদস্য হাসান মাহমুদ ৩১ দফা বাস্তবায়নে ফরিদগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা’সহ গ্রেপ্তার ৩ তথ্য জালিয়াত করে প্রধান শিক্ষক পদে চাকুরী : কর্তৃপক্ষ নিরব নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন 

হাজীগঞ্জে মৎস্য খামার থেকে পাম্প চুরির ঘটনায় থানায় অভিযোগ

অনলাইন নিজউ ডেস্ক :
হাজীগঞ্জের গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের নাসিরপুর গ্রামের জননী এগ্রো ফার্ম এন্ড মৎস্য খামারে মাছের অক্সিজেনের জন্য ব্যবহৃত মটর (পানির পাম্প) চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২ মে) হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন খামারের মালিক মো. আব্দুল হক মোল্লা মানিক। তিনি ওই গ্রামের পন্ডিত বাড়ির বীরমুক্তিযোদ্ধা মৃত মো. মবিনুল হকের ছেলে।
জানা গেছে, গত ১ মে (সোমবার) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে খামারের মালিক মো. আব্দুল হক মোল্লা মানিক তার মৎস্য খামারটি দেখাশুনো করে বাড়িতে যান। পরের দিন ২ মে (মঙ্গলবার) সকালে তিনি খামারে এসে দেখেন, তাঁর খামারে পুকুরের পানিতে মাছের অক্সিজেনের কাজে ব্যবহৃত আরএফএল ব্র্যান্ডের ২ ঘোড়া পানির পাম্পটি নেই। এদিন রাতে কে বা কারা পাম্পটি নিয়ে যায়।
এ বিষয়ে মো. আব্দুল হক মোল্লা মানিক জানান, তিনি একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি জননী এগ্রো ফার্ম এন্ড মৎস্য খামারের মাধ্যমে গবাদি পশু পালন ও মাছ চাষ করেন। ব্যবসায়ীক পরিধি বৃদ্ধির জন্য তিন/চার বছর পূর্বে এই খামারটি স্থাপন করেন। গত বছর থেকে খামারের পুকুরে মাছ চাষ এবং গরু পালনের জন্য শেড (ঘর) নির্মাণ করে খামারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
তিনি বলেন, খামারের কার্যক্রম শুরু করার পর অজ্ঞাতনামা কিছু লোক আমার ক্ষতি করার চেষ্টা করছে। যার অংশ হিসাবে গত সোমবার দিবাগত রাতে আমার খামারের মটরটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। এই ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি। আশাকরি তদন্তসাপেক্ষে পুলিশ ঘটনার সাথে জড়িতে আইনের আওতায় নিয়ে আসবে।
এ দিকে চুরির ঘটনায় স্থানীয় এক ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি জানান, রাত-বিরাতে চোরেরা মানুষের পানির পাম্পসহ বসতবাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এতে মানুষ সবসময় টেনশনে (চিন্তা) থাকে যে, কখন কার কি চুরি হয় ? তাই, তদন্তসাপেক্ষে চোর বা চোরদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এলাকার মানুষ ।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন  বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডাঃ আব্দুল গফুরের ১০ম মৃত্যুবার্ষিকী

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল নেতা শরিফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানে যোগদান
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ
বড়কুল রামকানাই উবি’র সভাপতি রিফাত জাহান, অভিভাবক সদস্য হাসান মাহমুদ
৩১ দফা বাস্তবায়নে ফরিদগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা’সহ গ্রেপ্তার ৩

আরও খবর

error: Content is protected !!