পুকুর ঘাটে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলো- ওই এলাকার পল্লী চিকিৎসক মঈনুদ্দিনের মেয়ে মাহি আক্তার (৭) ও তার ভাই কামরুজ্জামানের মেয়ে তানহা আক্তার (৯)।
এলাকাবাসি জানায়, দুই শিশু সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো বোন।
বাড়ির পাশের পুকুর ঘাটে খেলতে গিয়ে মাহি পিছলে পুকুরে পড়ে ডুবে গেলে, অপর বোন তানহা তাকে পুকুর থেকে তুলতে নেমে সেও পানিতে ডুবে যায়।
ঘটনাস্থলে থাকা অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে স্বজনরা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, যেহেতু পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, কারো কোনো অভিযোগও নেই তাই ময়নাতদন্ত ছাড়াই লাশের সুরতহাল রিপোর্ট তৈরিপূর্বক অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।