মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৮ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ১২ মে (শুক্রবার) দিনব্যাপী ‘উচ্ছ্বসিত প্রাণের মেলা-২০২৩’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কলেজের স্থায়ী ক্যাম্পাস, বঙ্গবন্ধু কর্ণার ও শহীদ মিনারের উদ্বোধন করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে শিক্ষা-দিক্ষা পৌছে দেওয়ার একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে জাতীয় বিশ^বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি সেসব অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধীকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে থাকি। কারণ, যে অঞ্চলগুলো এক সময় প্রান্তিক ছিল, অবহেলিত ছিল, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সে অঞ্চলগুলো শহরের সাথে সংযুক্ত করে এখন উন্নয়নের মহাসড়কে।
বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, আমরা চাই সকল প্রতিষ্ঠান একটি সমতার প্রতিষ্ঠানের জায়গায় এসে দাঁড়াক। কারণ, আমরা স্বাধীনতার ৫০ বছর পেরিয়েছি, জাতির পিতার শতবছর পূর্তি উদযাপন করেছি। যখন শতপ্রতিকূলতার বাধা অতিক্রম করে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেখানে এসে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাইনা। গুণগত মানের বিষয়ে কোন আপোষ নয়। মান বৃদ্ধি হোক, আমরাই আপনাদের কাছে যাবো।
শিক্ষকদের উদ্দেশ্যে ড. মো. মশিউর রহমান বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপনাদের (শিক্ষক) কাছে পাঠাই। আপনারা মানুষ করেন। আপনাদের চাওয়া-পাওয়ার ঘাটতি থাকতে পারে। তারপরও আপনারা কাজ করে যাচ্ছেন। প্রকৃতপক্ষে আপনারাই দেশ গড়ার কারিগর। কেউ স্বীকার করুক আর না করুক শুধুমাত্র শিক্ষকদের প্রকৃত অবদানের কারণে বাংলাদেশ আজকের যে এই অবস্থায় দাঁড়িয়েছে।
তিনি বলেন, আপনারা (শিক্ষক) আত্মসম্মানবোধ নিয়ে এগিয়ে যান। কারণ, পৃথিবীর অন্য দেশের সাথে বাংলাদেশের তুলনা হয় না। পৃথিবীর অন্য কোন দেশ লাখো লাখো শরনার্থীদের জায়গা দেয় না। পৃথিবীর অন্য কোন দেশ যুদ্ধে বিরুদ্ধে দাঁড়িয়ে শান্তির আহবান জোরালোভাবে করতে পারেনা। আমরা গরিব ছিলাম। কেউ আমাদের সহানুভূতি দেখায়নি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায়, শ্রমে-ঘামে মেধায়-মননে আমরা এগিয়েছি।
কলেজ গভর্ণিং বডির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্য মো. সালাউদ্দিন ভুঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. আনোয়ার হোসেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।
সাংবাদিক আহসান হাবীব খান ও শিক জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে চাঁদপুর ও প্বার্শবর্তী জেলার সমূহের শতাধিক অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক, সাংবাদিক ও হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের গভর্ণিং বডির সদস্য, শিক্ষক, প্রাক্তণ ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Post Views: ৪