Header Border

ঢাকা, শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম
জিসপের মহানগর দক্ষিণের কর্মীসভায় মিলন হোসেন মিয়াজীকে সংবর্ধনা হাজীগঞ্জ থানার নবাগত ওসির সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  শাহরাস্তিতে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ ফরিদগঞ্জে মনোয়ারা রশিদ ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সম্মেলন বাতিঘর মানব কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন _ সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক হোসেন বেপারী হাজীগঞ্জে অসহায় দুস্থ নারীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৩০ কেজি করে চাল বিতরণ  দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে হাজীগঞ্জে তিন সরকারি কর্মকর্তার বিদায় সংবর্ধনা, ওসিকে বরণ শাহরাস্তিতে চুরি হওয়া ১৪টি গরু নাঙ্গলকোটের বাঙ্গডা বাজার থেকে উদ্ধার হাজীগঞ্জে বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য অধিদপ্তর

হাজীগঞ্জ ৮০০ একর কৃষিজমির চাষ হুমকির মুখে,১৫০০ মিঃ নদী খননের আভাবে

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১৫শ মিটার মরা নদী খননের অভাবে ৮শত একর কৃষি জমির চাষ হুমকির সস্মুখীন। ড্রেনেজ সমস্যায় নিষিদ্ধ পলিথিন দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে।
উপজেলার বলাখাল এবং অলিপুর গ্রামের মধ্যস্থিত ডাকাতিয়া নদীর শাখানদীর (খোদ্দের গাঙ্গ) ১৫শ মিটার নদী ভরাট হয়ে যাওয়ার কারণে দুটি গ্রামের ৮শত একর ইরি জমির চাষ মারাত্নক ভাবে ব্যহত হচ্ছে। স্কীম পরিচালকগণ ড্রেনেজ সমস্যার কারণে প্রতি বছর পলিথিন দিয়ে পানি সরবরাহ করে আসছেন। যার কারণে নিষিদ্ধ পলিথিন কৃষি জমিতে পড়ে জমিগুলো চাষের উর্বরতা হারাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকাতিয়ার শাখা নদীটির উৎপত্তিস্থল সাদ্রা খেয়াঘাট হতে উচ্চঙ্গাঁ মৌজা পর্যন্ত খনন না করায় সেটি ভরাট হয়ে পড়ায় পানি চলাচল বন্ধ থাকে। যার কারণে চৈত্র মাসের শুরুতেই শাখা নদীটি একেবারে শুকিয়ে যায়। ফলে স্কীমগুলোর ধান চাষ ব্যহত হয়। ফলে প্রতি বছর কৃষকগণ ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন। ধান উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা থেকে প্রতি বছর প্রায় ১২শ মেট্রিক টন ধান উৎপাদন ব্যহত হচ্ছে। অপরদিকে স্কীমের ড্রেনগুলো কাঁচা হওয়ায় পানি সচল রাখার জন্য স্কীম পরিচালক গণ বাধ্য হয়ে প্রতি বছর ৭/৮শত মিটার করে পলিথিন ব্যবহার করে থাকে। স্কীম ম্যানেজার মোঃ খোকন এবং সিরাজ মিয়াজীর সাথে কথা হলে তারা জানান, প্রতি বছর আমরা দুটি স্কীমের ড্রেন সমস্যায় ৭/৮শত মিটার পলিথিন ব্যবহার করতে হচ্ছে। তারপরেও মাঝামাঝি সময়ে এসে পলিথিগুলো ইঁদুর ও বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্থ হয়ে পানির অপচয় এর স্বীকার হতে হয়। আমাদের দুটি স্কীমে কাঁচা ড্রেনে প্রায় ৩/৪ একর জমি ড্রেনে চলে যায়। ফলে একদিকে কৃষকগণ ক্ষতিগ্রস্থ হচ্ছে। অপরদিকে পানির অপচয় রোধ করা যাচ্ছে না। সরকারিভাবে যদি দুটি স্কীমে ৭/৮শত মিটার ড্রেন পাকা করে দেওয়া হতো তাহলে এ এলাকার শত শত কৃষক উপকৃত হতো।
চাঁদপুর পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌসি জানান, আমাদের যেহেতু এ অর্থ বছরের সময় শেষ হয়ে গেছে তবে আগামী অর্থবছরে এ বিষয়ের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাব। যাতে করে এলাকার কৃষকগন উপকৃত হয়।
উপজেলা বিএডিসি কর্মকর্তা মামুনুর রশিদ জানান, নদী এবং ড্রেনেজ বিষয়টি আমাদের না। বিএডিসির আওতায় যেগুলো আমরা সেগুলো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। যেহেতু বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে আগামী দিনে আমরা এ বিষয়ে করণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. রেফাত জামিল জানান, যেহেতু বিষয়টি আমি অবহিত হয়েছি তার খননের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে করা হবে।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন  ফরিদগঞ্জে ১.৫০ কি:মি কাঁচা রাস্তার বেহাল দশা, এ যেন নরক যন্ত্রণা | Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ থানায় নতুন ওসি যোগদান
শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
সড়কে নৈরাজ্য বোগদাদ পরিবহনের যাত্রাকলে অতিষ্ঠ যাত্রীরা বৈষম্যের শিকার আইদি পরিবহন
হাজীগঞ্জ পৌরসভায় উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)
হত্যা মামলায় আসামিদের প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে নাম প্রত্যাহার করা হবে
মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ

আরও খবর

error: Content is protected !!