মোহাম্মদ হাবীব উল্যাহ্:
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাজীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ মে) অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি নেতৃবৃন্দের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে হাজীগঞ্জ উপজেলার শাখার ৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন এবং কমিটির সদস্যদেরকে জেলা নেতৃবৃন্দের সাথে সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেন শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। এরপর তিনি নব-গঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নবগঠিত কমিটির সভাপতি হলেন, প্রিন্সিপাল এম. এ মতিন মজুমদার, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সেক্রেটারী হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া, জয়েন সেক্রেটারী মাও. মো. ইসমাঈল, এসিসটেন্ট জয়েন সেক্রেটারী মাও. নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাও. মাহবুব হোসনে ও প্রচার সম্পাদক কামাল গাজী।
ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মুহাম্মদ জামাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী কে.এম ইয়াছিন রাশেদ সানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাও. নুর উদ্দিন, সদস্য মাওলানা যোবায়ের আহমেদ ও মাওলানা নুরুল আমিন প্রমুখ।
উপজেলা সেক্রেটারী হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনের স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য ও নবগঠিত কমিটির শপথ গ্রহণ শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় অন্যান্য অতিথিবৃন্দসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আসা ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।