মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
ফরিদগঞ্জে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির তার নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহের গলা ও মাথার পেছনের অংশে একাধিক কোপের জখম রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, গত কয়েক মাস পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন ফরিদ উদ্দিন ভুঁইয়া। তিনি বাড়িতে বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতেন। ঘটনার দিন আশপাশের লোকজন দিনের বেলায় তাকে দেখলেও বিকালের পর তার খোঁজ না পেয়ে প্রতিবেশীরা বসতঘরে যান।
এ সময় ঘরের একটি রুমে ফরিদ উদ্দিন ভুঁইয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।