চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের স্বেচ্ছাসেবী তহবিল
থেকে দুঃস্থ ও অসহায় ব্যাক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে চেক বিতরণ।
রবিবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী তহবিল থেকে দুঃস্থ ও
অসহায় ব্যাক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে চেক বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী
লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল
হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ছেংগারচর পৌর
প্রশাসক মো. আল এমরান খাঁন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ মাষ্টার, ফতেপুর
পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল
করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার
মুকুুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব।
অনুষ্ঠানে ১২ জন দুঃস্থ ও অসহায় ব্যাক্তিদের মাঝে ২ লক্ষ ১০ হাজার টাকার চেক এবং ৫টি
প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ১ লক্ষ ৪০ টাকর চেক দেওয়া হয়েছে।