মতলব উত্তর উপজেলা যুবলীগ নেতা মোশারফ হোসেন মন্টুর দাফন সম্পন্ন হয়েছে।
১১ জুন বাদ জোহর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া ঈদগা মাঠে
জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
চরকালিয়া ঈদগা মাঠে জানাযা প‚র্বক সংক্ষিপ্ত আলোচনায় রমিজ উদ্দিনের
সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য
সাজেদুল হোসেন দিপু চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. মজিবুর রহমান,
ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আবাবিল পরিবহনের
এমডি কামাল হোসেন সরকার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল
উদ্দিন, ফরাজী কান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, মাওলানা
আব্দুল্লাহ আল মামুন।
মোশারফ হোসেন মন্টু দীর্ঘদিন ক্যান্সারের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
গত শনিবার ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। সে দুই কন্যা ও এক পুত্র
সন্তানের জনক।
জানাযায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য
মানুষগণ উপস্থিত ছিলেন।