কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ জাতীয় করন ও শিক্ষক এবং
কর্মচারীদের বেতন ভাতা চালু হওয়ায় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিকে কৃতজ্ঞতা প্রকাশ
করছেন।
বুধবার ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির বাসভবন গুলবাহার কচুয়া
বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীরা ফুলেল শুভেচ্ছার
মাধ্যমে এমপিকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা
খানম,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, কচুয়া বঙ্গবন্ধু
সরকারি ডিগ্রী কলেজের ডি.ডি.ও অফিসার ও প্রভাষক শাহ মুহাম্মদ
জাকির উল্লাহ,প্রভাষক শাহদাত হোসেন,জগদীস চন্দ্র
ধর,সোলেয়েমান,আফরোজুন নাহার,উত্তম চন্দ্র সরকার,অর্পণা রানী
দেব,আল মেশকাতুন নাহার,রাবেয়া ইয়াছমিন,নাজির আহম্মদ,মোহাম্মদ
আশিকুর রহমান মজুমদার,খোকন মিয়া,শান্ডি রঞ্জন সরকার,তারেক উল
ইসলাম,জহিরুল ইসলাম ও শরীর চর্চা শিক্ষক বিপ্লব চন্দ্র সাহা,প্রদর্শক
শাকিলা দিলশান খানমসহ কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের
শিক্ষক ও কর্মচারীরগন উপস্থিত ছিলেন। ড.মহীউদ্দীন খান আলমগীর
এমপিকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ শেষে কলেজের শিক্ষক ও
কর্মচারীগন কচুয়ার প্রথম মুসলীম গ্রেজুয়েট মরহুম আশেক আলী
খান ও কচুয়ার সাবেক এমপি মেছবাহুল হক খানের রুহের মাগফিরাত
কামনা করে মরহুমদের কবর জেয়ারত ও বিশেষ দোয়া মুনাজাত করেন।