মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপির ঐচ্ছিক তহবিল হতে অনুদানের নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদানের নগদ টাকা বিতরণ করেন চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ন রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, সাবেক পৌর মেয়র মোশারেফ হোসেন মূশু পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।
পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী।
আয়োজক সূত্রে জানা যায় এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জনকে এ আর্থিক অনুদানের নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি।