১৭ জুলাই আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর গণসংযোগ করেছে উটপাখি প্রতীকের প্রার্থী মোঃ মুছা আহম্মদ জীবন। ৩ জুলাই সোমবার বিকেলে ওয়ার্ডের ঘনিয়ারপাড়, দেওয়ানজীপাড়া, ওটারচর , দুলালকান্দিসহ বিভিন্ন পাড়া মহল্লায় উটপাখি প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ভোটার ও সমর্থনকারীরা।
গণসংযোগকালে মুছা আহম্মদ জীবন বলেন, উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে উটপাখি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা দ্রুত অপসারনের ব্যবস্থা, ওয়ার্ডের অধীনে পানি সরবরাহ, লাইট ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। ওয়ার্ডের সকল দুস্থ মানুষের বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা অগ্রাধিকার ভিত্তিতে সুষ্ঠুভাবে বন্টন করাসহ ৫ নং ওয়ার্ড আধুনিকায়ন করার লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আলোকিত ওয়ার্ড গঠন ও কাঙ্খিত মান উন্নয়ন সম্ভব।
এসময় ৫ নং ওয়ার্ডের উটপাখি প্রার্থীর সমর্থক – কর্মী সহ বিভিন্ন বয়সের ভোটার সেচ্ছায় গণসংযোগে অংশ নেন ও আসন্ন নির্বাচনে উটপাখি প্রতীকে ভোটদান করে বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনার কথা বলেন।
উলেখ্য যে, ৫ নং ওয়ার্ডের তরুন প্রজন্মের কাউন্সিলর পদপ্রার্থী মুছা আহম্মদ জীবন এই এলাকার অসহায় দরিদ্র কন্যা দায়গ্রস্থ পরিবারকে সহযোগিতার পাশাপাশি করোনাকালিন সহযোগিতায় অংশগ্রহন কাজে সর্বস্তরের মানুষের কাছে বহুল পরিচিতি ও সুনাম অর্জন করায় পৌর নির্বাচনী ভোটের মাঠে ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন।