“নেতা নয়,নীতির পরিবর্তন চাই” এই শ্লোগানে হাজীগঞ্জের ২নং বাকিলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কমিটি গঠন করা হয়েছে। মহিলা ইউনিট কমিটিসহ ৩৯ সদস্য বিশিষ্টি ২০২৩-২০২৪ সালের দ্বি-বার্ষিক মেয়াদে এই কমিটি গঠণ করা হয়।
কমিটি গঠণ শেষে নবগঠিত নেতৃবৃন্দ শপথ গ্রহনে অংশ নেন। এতে সভাপতি পদে মাওলানা মাহবুবুর রহমান, সহ-সভাপতি হুমায়ুন বেপারী, হোসেন ভূইয়া, সাধারন সম্পাদক মাওলানা শারাফাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন।
বাকিলা বাজারের দলীয় কার্যালয়ে শনিবার (২২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত শপথ গ্রহন ও পরিচিত সভা অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকিলা ইউপি শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মো: জামাল উদ্দিন মিজি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল এম এ মতিন মজুমদার, সাধারন সম্পাদক হাফেজ শাহাদাত প্রথানীয়া প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক কামাল গাজী, সহ-প্রশিক্ষন সম্পাদক মাও মাহবুব এলাহী, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
এ সময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।