শাহরাস্তিতে আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধী শিশু সোহানের পরিবারের পাশে ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু।
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী শিশুসহ বসত ঘর পুড়ে ছাই হয়েছে। বসত ঘরে আগুনে পুড়ে ছাই হলো প্রতিবন্ধী শিশু সোহান ইসলাম। শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের বটতলা মকবুল মেম্বারের বাড়ি এ ঘটনা ঘটে। ২১ জুলাই শুক্রবার বেলা পৌনে তিন টায় মকবুল মেম্বারের বাড়ির (বেপারী বাড়ী) রবিউল ইসলামের বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। খবর শুনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারটিকে এই কঠিন অবস্থা ধৈর্যধারণ করে পরিস্থিতি মোকাবেলার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট প্রার্থনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, আওয়ামীলীগ নেতা আলমগীর কবির পলাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসকান্দার মির্জা সুমন, ইউপি’র প্যানেল চেয়ারম্যান ইমরান ফকির, সাবেক ইউপি সদস্য মকবুল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজিগঞ্জ থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ শফিকুর রহমানের পক্ষথেকে ১০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু।