চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাব মাটি উত্তোলনের অপরাধে এক ইউপি সদস্য ও তার ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
তিনি জানান, দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের চারআনি গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাব মাটি উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে ইউপি সদস্য আউয়াল ও তার ভাই কাউসারকে ৫০ হাজার জরিমানা করা হয়।
এছাড়া মাটি উত্তোলনের জন্য ব্যবহৃত ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া,হাজীগঞ্জ থানার এস আই গোপিনাথ সঙ্গী ও ফোর্স।