অনলাইন ডেস্ক:
‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের হয়।
পরে উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর(অব:)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
এছাড়া আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, মৎস্য খামারী মুন্সী মোহাম্মদ মনির, বীর মুক্তিযোদ্ধা তকদির হোসেন,
সহ অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা।
আলোচনা সভা শেষে দু’জন সফল মৎস্য খামারী মুন্সী মোহাম্মদ মনির ও শহীদুল ইসলাম বেপারী হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির।
এর আগে উপজেলা চত্বর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।