আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতৃন নেতৃত্ব সৃষ্টির সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শনিবার(২৯ জুলাই) হাজীগঞ্জ পশ্চিম বাজার নিউ শেরাটন হোটেলে হাজীগঞ্জ উপজেলা যু্বলীগ আয়োজিত কর্মীসভায় ভার্সুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেজর(অব.)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
সভাপতিত্ব করেন,হাজীগঞ্জ উপজেলা যু্বলীগের আহবায়ক মাসুদ ইকবাল এবং সঞ্চালন করেন হাজীগঞ্জ উপজেলা যু্বলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক হাজী জসিম উদ্দিন,হাজীগঞ্জ উপজেলা যু্বলীগের সাবেক আহবায়ক জহিরুল মামুন ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির দপ্তর সম্পাদক হাবিবুর রহমান লিটন,৬নং বড়কুল পূর্ব ইউপি যু্বলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান,পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুমন প্রমুখ।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন,২নং বাকিলা ইউপি যু্বলীগের আহবায়ক ইব্রাহীম খান রনি,৪ নং কালোচোঁ দক্ষিণ ইউপি যু্বলীগের আহবায়ক শ্যামল শীল,৫নং সদর ইউপি (পূর্ব) যু্বলীগের সাধারন সম্পাদক ইউসুফ প্রধানীয়া সুমন,৫নং সদর ইউপি (পশ্চিম) যু্বলীগের সভাপতি মনির হোসেন,৬নং বড়কুল পূর্ব ইউপি যু্বলীগের সভাপতি আবু ঈসাক,৭নং বড়কুল পশ্চিম ইউপি যু্বলীগের সভাপতি লোটাস দেলোয়ার, ৮নং পূর্ব যু্বলীগের আহবায়ক রাসেল,৯নংগন্ধর্বপুর উত্তর ইউপি যু্বলীগের সভাপতি মুনসুর আহমেদ বিপ্লব, ১০নং গন্ধর্বপুর দক্ষিণ ইউপি যু্বলীগ নেতা,১১নং হাটিলা পশ্চিম ইউপি যু্বলীগ নেতা প্রমুখ।
এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল ইউপি আওয়ামীলীগ, যু্বলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মী এবং সমর্থকবৃন্দ সহ প্রায় ৫’শতাধিক লোক উপস্থিত ছিলেন।