মতলব উত্তরে সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠনের মেধাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য রাখেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কৃষিবিদ রুহুল
আমিন।
মতলব উত্তর উপজেলার সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. সোহেল সরকারের
সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, সাদা-কালো মেধা বৃত্তি বাস্তবায়ন কমিটির আহŸায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহআলম,
সদস্য সচিব সোহেল রানা, সহ-সভাপতি ডা. মুকবুল হোসেন, আবুল কালাম আজাদ, ডা.
মিজানুর রহমান, নুরে আলম প্রধান।
স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষা বিষয়ক সম্পাদক এস আলম মাস্টার, মেধা বৃত্তি বাস্তবায়ন কমিটির
সদস্য মো. নাজমুল হাসান রাসেল, মো. ইসমাইল হোসেন সুমন, কোষাধ্যক্ষ আলম
সামসুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার ৫১টি মাধ্যমিক স্কুল
মাদ্রাসার ৮ম শ্রেণীর ৩জন করে মোট ১৫৩ জন ছাত্র-ছাত্রীর মাঝে মেধা বৃত্তি প্রধান করা হয়।
এছাড়া ও ৫১টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।