Header Border

ঢাকা, রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক অনলাইন মাল্টি মিডিয়া বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: অ্যাড. সেলিম আকবর দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ  খেলাধুলার পাশা-পাশি পড়া-লেখাকে প্রাধান্য দিতে হবে– ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহসান উল্লাহ নারায়ণগঞ্জে জাসাস এর কর্মী সভা  মরহুম নুরুল হুদার অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও দোয়া  সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সম্মেলনে গোলাম রাব্বানি জমিসংক্রান্ত বিরোধকে দলীয় রূপ দেওয়ার অভিযোগ

ঈদ উপলক্ষে জমজমাট হচ্ছে হাজীগঞ্জ বাজার

শাখাওয়াত হোসেন শামীম :

ঈদ যত ঘনিয়ে আসছে হাজীগঞ্জে বিপনী বিতানগুলোতে ভিড় ততটাই বাড়ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। মার্কেটে মার্কেটে পরিবার-পরিজন নিয়ে ঘুরছেন অনেকেই।

ঈদ কাছে চলে আসায় সব শ্রেণীপেশার মানুষ ছুটছেন হাজীগঞ্জ বাজারে তাদের পছন্দের কেনাকাটা করতে। মার্কেটগুলোতে ক্রেতারা রেডিমেড পোশাকের প্রতেই বেশি ঝুঁকছেন বলে জানিয়েছেন বিক্রেতারা। নারী, পুরুষ, শিশুসহ সকল বয়সীরা এখন কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।

হাজীগঞ্জ বাজারের কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদ যতই ঘনিয়ে আসছে  বিভিন্ন  বিপণি-বিতানগুলোতে ততই ভিড় বাড়ছে। ক্রেতারা পছন্দমতো পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। এই ঈদে দোকানিরা ইন্ডিয়ান সারারা জর্জেট, ডায়মন্ড, বিনয়, কাঁচা-বাদাম, লাচ্ছা, বিবেগ, লংস্কার্ট, পাখি-লেহেঙ্গা, ঐশ্বরিয়ার ময়ূরী-ড্রেস আর পাকিস্তানি বাড়িস, খুবসুরত, পাকিস্তানি-কটি, শাহজাদি  ইত্যাদি ডিজাইনের পোশাক এনেছেন। এ সব ডিজাইনের কাপড় রকম ভেদে ২ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার টেইলার্সের দোকানেও প্রচুর ভিড় লক্ষ করা গেছে। ঈদের বাকী দুই সাপ্তাহ এখন থেকে কাপড় বানানোর অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন টেইলার্স মালিকরা।

হাজীগঞ্জে বিজনেস পার্ক মার্কেটে ঈদবাজার করতে আসা জান্নাতুন ফেরদৌসি মুনিয়া  জানান, গত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি। এবার রোজার দুই সাপ্তাহ শেষে শপিং করতে এসেছি। চলতি সপ্তাহে নিজের ও আত্মীয়স্বজনের জন্য শপিং শেষ করতে চাই। কারণ শেষদিকে অনেক ভিড় হয়।

হাজীগঞ্জ রয়েল রওশন সুপার মার্কেটে  ঈদবাজার করতে আসা আরেক ক্রেতা সাইফুল ইসলাম জানান, অন্য বছরের তুলনায় এ বছর ঈদে সব জিনিসপত্রের দাম বেশি। কিন্তু কি আর করার আছে। ঈদে কিছু কেনাকাটা করা দরকার, তাই মার্কেটে এসেছি।

হাজীগঞ্জ বাজারের ফুলেল সুপার মার্কেটের  মিম ফ্যাশনের পরিচালক মোঃ সাদ্দাম হোসেন জানান, ক্রেতারা নিত্য-নতুন ডিজাইনের পোশাক কিনছেন। এ দোকানে বিভিন্ন ব্র্যান্ডের নিত্য-নতুন ডিজাইনের মেয়েদের সিল্ক, বেনারসি, টাঙ্গাইল প্রিন্ট, জামদানি ও কাতান শাড়িসহ থ্রি-পিস, লং-থ্রিপিস, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, ছিট-কাপড় গ্যাবাডিং-প্যান্ট, হাফ শাট, ফতুয়া ও পাঞ্জাবি বিক্রি হচ্ছে। ডিজাইন ও রকম ভেদে কাপড়গুলোর ৬০০ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে ঈদের শেষ মুহূর্তে বেচাকেনা অনেক ভালো হবে।

আরো পড়ুন  বিবাহিত- অবিবাহিত যুবক-যুবতীদের অপরাধের হার জ্যামেতিক হারে বেড়ে যাচ্ছে - Rknews71

হাজীগঞ্জ রয়েল রওশন সুপার মার্কেটের জোনাকী শপিং সেন্টারের সত্ত্বাধিকারী প্রান কৃষ্ণা সাহা জানান, করোনার কারণে দুই বছর ঈদে কেনাবেচা তেমন হয়নি। কিন্তু এবার রমজানের শুরু থেকেই বিক্রি বেড়েছে। আশা করছি, এই ঈদে বেচা-বিক্রি অনেক ভালো হবে।

হাজীগঞ্জ  থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  জোবাইর সৈয়দ জানান, বর্তমান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল। আমরা জনগণের জান-মাল রক্ষার জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বিপণি-বিতান দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সব সময় টহল দিচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক
অনলাইন মাল্টি মিডিয়া বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: অ্যাড. সেলিম আকবর
দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ 

আরও খবর

error: Content is protected !!