হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (৭আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট দানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসব মুখর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সোমবার বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মদন মহন অধিকারী ১৫০ ভোট পেয়ে প্রথম হন। ১৪৭ ভোট পেয়ে দ্বিতীয় হন ইমাম হোসেন। ১৪০ ভোট পেয়ে তৃতীয় হন নূর আহম্মদ ও ১৩৮ ভোট পেয়ে চতুর্থ হন মাসুদ কামাল।
উল্লেখ্য,বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৩১০ জন। মোট বৈধ ২৬৩ ভোট, বাতিল ১৮ ভোট । সর্বমোট কাস্টিং হয়েছে ২৮১ ভোট।নির্বাচনে প্রত্যেক ভোটার ৪টি করে ভোট দিতে পেরেছেন।
নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন ।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিলাল হোসেন।