দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বপ্নের আশ্রায়ণ প্রকল্পের আওতায় বুধবার (৯ আগস্ট) সারাদেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে বাড়ি বিতরণ করেছেন।
পঞ্চম ধাপে সারাদেশের ন্যায় হাজীগঞ্জে ভূমিসহ ঘর পেয়েছে আরো ৩০টি পরিবার।
এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় ভূমিসহ ঘর পেলো ৮৬ গৃহহীন ও ভূমিহীন পরিবার।
সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি প্রধানমন্ত্রীর গৃহহীণদের ঘর প্রদান অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর প্রদান উদ্বোধন শেষে হাজীগঞ্জের ৩০টি পরিবারের সদস্যদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মেহেদি হাসান মানিক, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন, যুব উন্নয়ণ কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন, সহকারি শিক্ষাকর্মকর্তা জাকির হোসেন, শাহজাহান, মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।