চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ১০ নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেশগাঁও ডিগ্রি কলেজের এইচএসসি-২০২৩ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২আগস্ট) অত্র কলেজ হলরুমে সু-শৃঙ্খল পরিবেশে আলোচনা,মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দেশগাঁও ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এজেডএম শামসুল আলম স্বপন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মোঃ আজহারুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজের হিতৈষী সদস্য অহিদুল ইসলাম, জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকির প্রমুখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আবদুল মান্নান, হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন,ভিপিএড শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম ।
পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা সবুর খান।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,আফসানা শিরিন চৌধুরী ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র কলেজের সহকারী অধ্যাপক শহীদুজ্জামান মোড়ল, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য,সিনিয়র প্রভাষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ শিক্ষক-শিক্ষিকাবৃনন্দ,শিক্ষার্ থীবৃন্দ।