কাবুল কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বোমা বিস্ফোরণ ঘটেছে। আমাদের শিয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ হতাহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান বলেন, বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তবে এ বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
যদিও আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান বরাবরই বলে আসছে তারা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিকে সুরক্ষিত করেছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়েই গেছে এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী বেশ কয়েকটি বড় হামলার পেছনে রয়েছে।