জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে বঙ্গবন্ধু ও তার পরিবার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই আগষ্ট (বুধবার) সন্ধ্যায় ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মধ্য সাকছিপাড়া বাইতুল নূরে জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী ফোরামের উপদেষ্টা মোহাম্মদ কুদ্দুস, আওয়ামী ফোরামের সভাপতি কামাল হোসেন, সদস্য ইসমাঈল হোসেনের পৃষ্ঠপোষকতায় সাকছিপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাহায়ন সিদ্দিক রাহাদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মিলাদ ও দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে সদস্যের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নওহাটা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক মাওলা মো: ইব্রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগসহ
ওয়ার্ড় ছাত্রলীগের সদস্য ফয়সাল হোসেন, শিহাব, হাসিব, তারেক, রবিউল, সাব্বির ও অন্যান্য নেতৃবৃন্দ।