জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ও শোক র্যালি থেকে বাসায় ফিরার পথে অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছে মাহবুবুর রহমান বাবু নামে এক ছাত্রলীগ কর্মী।
এই ঘটনায়, মাহবুবর রহমান বাবু (৩৫) বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে ১নং আসামি করা হয়েছে মোঃ জাহিদ হাসান নিরু(২৮), ২নং আসামি মানিক গাজী (২৮), ৩ নং মোঃ শুকু মিয়া (২৩) সহ তিনজনের নাম উল্লেখ করে, এছাড়াও অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করা হয়। এই ঘটনায় অভিযোগের ২নং আসামী মানিক গাজীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ বাজারস্থ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় ও শোক র্যালিতে যোগদান শেষে মাহবুবর রহমান বাবু তার ভাড়া বাসায় যাওয়ার পথে হাজীগঞ্জ মডেল কলেজ রোডের শিরিন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপরে অতর্কিতভাবে তার উপর হামলা চালায় নিরু ও তার লোকজন এতে গুরুতর আহত হন তিনি। পরে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নেন তিনি।
এই হামলার সময় তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা, এবং ৩০ হাজার টাকা সমমূল্যের স্যামসাং এম-৩০ মেডেলের একটি মোবাইল নিয়ে যায়। এছাড়াও পেজার মটর সাইকেলটি ভাংচুর করে, এতে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল আলম কে একাধিক বার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।