হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক আজকের দেশকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক সুমনের মা আফিয়া বেগমের (৬৬) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাদ জোহর জানাযা শেষে তাঁকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে এদিন সকাল সাড়ে ৮টার দিকে আফিয়া বেগম অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুল মান্নান মোল্লার স্ত্রী। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আফিয়া বেগম কিডনী ও ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে আসেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতেই চিকিৎসাধীন থাকাবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে আবু বকর ছিদ্দিক সুমনের মায়ের মৃত্যুতে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ রিপোর্টাস ইউনিটি, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।