চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের একদিন পর ইকরাম হোসেন (০৭) এর মৃতদেহ নানার বাড়ীর খাল থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাকৈরতলা ভূঁইয়া বাড়ীর দক্ষিণ পাশের খালে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
সে পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের জমাদ্দার বাড়ী’র আলম হোসেনে’র ছেলে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, গেলো একমাস আগে শিশুর মা ইয়াসমিন আক্তারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে ইকরাম। বুধবার দুপুরে পরিবারের অগোচরে সে নিখোঁজ হয়। নিখোঁজের এক দিন পর মিলল তার নিথর দেহ।পরিবারে চলছে শোকের মাতম।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার দায়েরের প্রস্তুতি চলছে।