কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) গ্রামের পশ্চিম পাড়ার ইব্রাহিমের স্ত্রী আয়েশা খাতুন (২৫) ও ৭ মাস বয়সী কন্যা সন্তান নুসরাত জাহানের সাপের কামড়ে মৃত্যু হয়।
ইব্রাহীমের পরিবার সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে আয়েশা খাতুনের ঘুমের মধ্যে কিছু একটা কামড় দিলে প্রথমে ঠিক বুঝতে পারেনি কেউ।
প্রথমে পোকা মাকড় ভেবে গুরুত্ব না দিলেও, পরে তাদের মেয়েকে একই সাপে দংশন করলে বিষয়টি তারা বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কিছু বুঝে উঠার আগেই প্রথমে মেয়ের ও পরে মায়ের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস সরকার বলেন, মা ও মেয়ে দুজনই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে , যে কারণে আমরা তাদের চিকিৎসা দিতে পারিনি।
পরে তাদের প্রতিবেশীরা ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে নিরব ঘাতক বিষধর কালাচ সাপটিকে ধরতে সক্ষম হয়