মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ১’শ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিকে মঙ্গলবার দুপুরে বাবু গাজী ওরফে নাছির গাজী (২৮) আটক করা হয়। সে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের পূর্ব মিজি বাড়ির দুলাল গাজীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারী বাবু গাজীকে আটক করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলামিন, মোস্তাক আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটক আবু গাজীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সে ফরিদগঞ্জ উপজেলার চিহিৃত মাদক কারবারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পুর্বের চোরাই মামলাসহ অন্যান্য ৮টি মামলা চলমান রয়েছে।