প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশেন ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২শ জনকে টিসিবির পণ্য দেয়া হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ছেংগারচর পৌর মিলনায়তনে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন- পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।
মো. আরিফ উল্যাহ সরকার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকতে কোনও মানুষ কষ্টে থাকবে না। ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে।
মেয়র মো. আরিফ উল্যাহ সরকার বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও প্রভাব পড়েছে। ক্রেতাদের মাঝে বেশি করে জিনিসপত্র কিনে রাখার প্রবণতা আছে। এতে বাজারে হঠাৎ চাপ বাড়ে। স্বাভাবিকতা থাকলে দাম বাড়ার কোনও কারণ নেই।
এ সময় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. রেফায়েত উল্লাহ দজী, আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, আতিকুর রহমান, গোলাম হোসেন, কাউন্সিলর শাহজাহান মোল্যা, মো. হারিছ খান, মো. সবুজ সরকার, মো. শাহজালাল মুফতি, আনোয়ার হোসেন, আমান উল্লাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা পাটোয়ারী, ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর’সহ কাউন্সিলরবৃন্দ ও পৌসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।