চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৩১ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের রসুইঘর রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় বক্তারা যুব ও তরুণদের মেধা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের উপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হলে কর্মসংস্থান তৈরী করতে হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগনের অধিকার আদায়ে গণ অধিকার পরিষদের অঙ্গ সহযোগী সংগঠন হিসেবে যুব অধিকার পরিষদ সদা তৎপর থাকবে। যুব অধিকার পরিষদের জেলা ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এইচএম শরীফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সংগঠক আশরাফুজ্জামান কাজী রাসেল, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল প্রধান, জেলা যুব অধিকার পরিষদ নেতা মোঃ মহসিন হোসেন, মোঃ মাসুম সরকার সহ প্রমুখ।
আলোচনা সভার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।