জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার
প্রতিবাদকারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও
পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী’র
সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের একাংশের মতবিনিময়
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)মেয়রের
কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মেয়র বলেন, ফরিদগঞ্জে কোনো স্বাধীনতা
বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেভাবে স্বাধীনতা
যুদ্ধে অংশ গ্রহণ করে আমরা দেশ মাতৃকাকে রক্ষা করেছি। ঠিক
একই ভাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পাশে থেকে স্বাধীনতা
বিরোধী শক্তিকে রুখে দিয়ে দলমত নির্বিশেষে আসন্ন দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকাকে
বিজয় করে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
এসময় যুদ্ধাকালিন এফএফ প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
আলী হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ,
আবদুল হামিদসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর
মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।