জাতির পিতা বঙ্গবন্ধন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম
জন্মদিন উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া
মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে পৌর
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো. শাহজাহান মোল্লার উদ্যোগে আলোচনা ও
দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন
আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ
উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০২১
সালের মধ্যে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ দেশে পরিণত হবে।
আরিফ উল্যাহ সরকার বলেন, শিক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্য আকাশ ছোঁয়া, সন্ত্রাস দমনে সরকার
সাফল্য অর্জন করেছে। আইন-শৃংখলা বাহিনীর যথাযথ উদ্যোগের ফলে দেশে নাশকতার হার অনেক
কমে এসেছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে।
ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে যুবলীগ নেতা
সোহেল রানা মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, প্রবীন
আ’লীগ নেতা আবুল হোসেন মেম্বার, মো. শাহ আলম প্রধান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার
কমান্ডার, পৌর কাউন্সিলর আমান উল্যাহ সরকার, মো. হারিছ খান, পৌর ছাত্রলীগের সাবেক
সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার,
ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. ইউসুফ লস্কর,
পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুফতি, যুবলীগ নেতা আরিফ সিকদার, শাহীন
আলম, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, শামীম সরকার প্রমুখ।
এতে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময়
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। কেক কাটা হয়।