আজ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । মাতৃভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ হল ।
জাতীয় অনুষ্ঠানের সাথে মিল রেখে ঐতিহ্যবাহী হাজিগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দিনের শুরুতে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক , জনাব দেলোয়ার হোসেন ও সহকারি প্রধান শিক্ষক জনাব আকবার হোসেন। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী
জনাব বিল্লাল হোসেন এবংসকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নুরুল আমিন।