১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হৃদয়বিদারক হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন উপলক্ষে ফ্রি গ্রামীন’ নাক, কান ও গলা রোগ বিষয়ক ই এন টি ক্যাম্প ও বিনামূল্য ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী (২৯ সেপ্টেম্বর) সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চিকিৎসা সেবা এই ক্যাম্পের
পৃষ্ঠপোষকতায় ছিলেন সাহিক এর সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম এইচ সালাহ্উদ্দিন। রোগ বিষয়ক ইএনটি ক্যাম্প ও বিনামূল্য ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী (দুলাল)। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও তত্ত্বাবধানে ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। যে সকল বিশেষজ্ঞ ডাঃ সেবা প্রদান করেছেন সাহিকের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ এম এ সামাদ, এসোসিয়েট কনসালট্যান্ট ডাঃ আসলাম হাজারী, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এম এম সরোয়ার জাহান, মেডিকেল অফিসার ডাঃ নাজমুস সাকিবসহ অন্যান্য বিশেষজ্ঞ ডাঃ বৃন্দ। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে স্বস্রাধিক রোগীদেরকে সেবা প্রদান ও ওষুধ দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, মোঃ বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপন, সহ-দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাধু, আওয়ামী লীগ নেতা পীযূষ মজুমদার
উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হুমায়ূন কবির হিরো, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফজলুল হক বাবু, উপজেলা ছাত্রলীগে সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিয়াজি, পৌর ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ উপজেলা ও ইউনিয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।