সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ,দয়াল রাসূলের জন্ম ঈদ- এই স্লোগান কে ধারন করে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে, রাজধানী ঢাকার মিরপুর এলাকায় জনসাধারণের মাঝে খাবার বিতরন করা হয়।
আজ সোমবার (১ অক্টোবর) রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বি সি আই সি কলেজের সামনে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জি এম সংগ্রাম কাজী’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোহাম্মদী ইসলামের নেতৃত্বও প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুরের নির্দেশে ,৩ শতাধিক পথচারীদের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন শাহ আলী থানা আশেকে রাসুল মজলিসের জাকের বৃন্দগন।
এ আর বাহার উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জি এম সংগ্রাম কাজী, তিনি বলেন আমাদের মহান মোর্শেদ,”বীর মুক্তিযোদ্ধা” সূফী সম্রাট হযরত শাহ্ দেওয়ানবাগী ( রহঃ ) হুজুর কেবলাজানের অন্যতম সংস্কার পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে,মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব,দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী-ইমাম প্রফেসর ড. কুদরত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের নির্দেশনা অনুযায়ী আমরা এই আয়োজন করি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এ.আর.মফিজ হোসেন,এ.আর. রাজু, এ.আর. কালাম ডিবি পুলিশ সদস্য, এ.আর.এনায়েত হাওলাদার, এ.আর.ইসলাম উদ্দিন, এ.আর. জসিম উদ্দিন প্রমুখ।