হাজীগঞ্জে নব-নির্মিত জেলা পরিষদের মার্কেট পরিদর্শন করেছেন, চট্টগ্রামের বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে তিনি হাজীগঞ্জ মধ্য বাজারে নির্মিত মার্কেট পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন শাখা) এস.এম হাসানসহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ছাড়া হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্য রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সদস্য মো. বিল্লাল হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌসি সহ অন্যান্য সরকারি ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।