চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে হাজীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী মোাম্মদ মাহবুব আফসারের তত্ত্বাবধানে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়। পরে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদে হাত ধোয়ার নানা কৌশল প্রদর্শন করা হয় এবং হাতে হাতে হাত ধোয়ার কৌশল শিখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মো: মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা কমিশনার( ভুমি) মেহেদী হাছান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, শিউলী পারভীন মিলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরি, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন। সব শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।