বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় উপকারভোগী ব্যক্তিদের নিয়ে হাজীগঞ্জে মতবিনিময় সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ক অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও অবহিতকরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীরউত্তম।
এ দিন বিকাল সাড়ে ৩টায় বাকিলা ইউনিয়নের সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের ও আব্দুর রব খোকন বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. সেলিম, স্বপন কুমার পাল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল প্রমুখ।
বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ খালেক মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের উপস্থাপনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম খান রনি প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন