কখনোই ছিলোনা দলীয় কার্যালয়। সরকার ক্ষমতায় থাকার ১৫ বছরেও হয়নি উপজেলায় আওয়ামীলীগের স্থায়ী বা অস্থায়ী দলীয় কার্যালয়। দীর্ঘদিন ধরে দলীয় কার্যালয়ে নিয়ে সোস্যাল মিডিয়া দাবি জানিয়ে আসছেন নেতাকর্মীরা। এ দাবিটি বিভিন্ন সময়ে সোস্যাল মিডিয়া জানানো হলেও কোন নেতার চোখে পড়েনি। উপজেলা আওয়ামীলীগে অনেক অর্থশালী নেতা থাকলেও কেউ নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের দাবি পূরন করে দেয়নি। কিন্ত তাদের একটি দাবি ও একটি স্বপ্ন বাস্তবে রুপ দিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজীর। তিনি দীর্ঘদিনের স্বপ্ন এবং একটি দাবি বাস্তবায়নের জন্য নিজ অর্থায়নে নিয়েছেন একটি ফ্লাট। এই ফ্লাটে চলবে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যক্রম। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কেনাকাটা মার্কেটের ৩য় তলা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়। আর কার্যালয়টি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের দাবি হিসেবে নেতাকর্মীদের স্বপ্ন বাস্তবায়ন করেছেন আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। উৎসবমুখর পরিবেশে পরিনত হয় আওয়ামীলীগের নতুন দলীয় কার্যালয়। অস্থায়ী একটি দলীয় কার্যালয় পেয়ে উচ্ছসিত ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে নেতাকর্মীদের মাঝে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের দু’বারের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাঈনুদ্দিন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও পাওয়ার সেল’র মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আশ্রাফ উদ্দিন দুলাল, ড. মোস্তফা খান কামাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজীসহ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।