মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ডিগ্রী কলেজে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে অধ্য মো. মাসুদ আহাম্মদের নেতৃত্বে সোমবার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে শিক্ষার্থীদের অংশগ্রহণে সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন, অধ্য মো. মাসুদ আহাম্মদ। এছাড়াও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, ইয়াছিন মিয়া, প্রভাষক সুমন মিয়া প্রমুখ।
বক্তব্য শেষে ফাতেহা পাঠ, মিলাদ, দোয়া ও মোনাজাত করেন, সহকারী অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন মাজীদ থেকে তেলওয়াত করেন লাইব্রেরিয়ান মো. ফয়েজ আহমেদ ও গীতা পাঠ করেন সহকারী অধ্যাপক প্রদীপ চন্দ্র দাস। এরপর প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সহকারী অধ্যাপক নাজমা আক্তার, শ্রী কৃষ্ণ দে, বিলকিছ আরা বেগম, শাহজাহান সরকার, মোজাম্মেল হোসাইন, প্রদীপ কুমার দাসসহ সকল শিক, কর্মচারী, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিার্থী ও স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।