চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বুধবার (১ নভেম্বর) সকালে র্যালী ও আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা, যুব ঋণের চেক বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং নিবন্ধনকৃত শ্রেষ্ঠ যুব সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে আলোচনার সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন, সফল আত্মকর্মী শিপন চন্দ্র দাস ও রাজিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শরীফুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন লিপি কর্মকার। বক্তব্য শেষে যুবকদের মাঝে প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা, যুব ঋণের চেক বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং নিবন্ধনকৃত শ্রেষ্ঠ যুব সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।