চাঁদপুরের মতলব উত্তরে সদ্য মুক্তিপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর
নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সর্বসাধারণের জন্য এই
উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির
সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান
সিআইপি।
প্রদর্শনীর উদ্বোধন শেষে এম ইসফাক আহসান সিআইপি বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের
যৌথ অর্থায়নে নির্মিত এই সিনেমার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, রাজনীতি ও সংগ্রামের
ইতিহাস তুলে ধরা হয়েছে। তাই জাতির পিতার মহান আদর্শ ছড়িয়ে দিতে আমরা সিনেমাটি
মতলব উত্তর আজকে এবং মতলব দক্ষিণ উপজেলায় পরিষদ অডিটোরিয়ামে তিনটি করে শো
দেখানোর ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সেই
সাথে জাতির সঠিক ইতিহাস জানান দিতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি
প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
এদিকে বিনা টিকেটে সিনেমাটি দেখে এর ভ‚য়সী প্রশংসা করেছেন দর্শক ও অতিথিরা। তারা
বলেন এ এলাকায় সিনেমা হল নেই, জেলা সদরে গিয়ে সিনেমা দেখতে হতো। এম ইসফাক
আহসান সিআইপি বিনামূল্যে এমন আয়োজন করায় দর্শকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করেন।
উল্লেখ্য, মতলব উপজেলা পর্যায়ে ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে এই সিনেমার উন্মুক্ত প্রদর্শনী
উপজেলা পর্যায়ে মতলবে এই প্রথম। মুজিব একটি জাতির রূপকার উন্মুক্ত প্রদর্শনীর পূর্বে
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক
বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা
ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক সাইফুল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর মেয়র
আরিফ উল্যাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্যাহ প্রধান, চাঁদপুর জজ
কোর্টের এপিপি অ্যাড. জসিম উদ্দিন, ছেংগারচর পৌর কাউন্সিল হারিছ খাঁন, জেলা
যুবলীগের সদস্য মিল্টন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান,
মহিলা সম্পাদিকা রমা দত্ত, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, ফতেপুর
ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা
যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের
সাবেক যুগ্ম আহŸায়ক মিরাজ খালিদ, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি
সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মো. শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ
সম্পাদক আবু সায়েম, ছেংগারচর পৌর কাউন্সিলর সবুজ বেপারি, শাহাজালাল মুফতি, সংরক্ষিত
মহিলা কাউন্সিলর সালমা পাটোয়ারী, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, যুবলীগ
নেতা আহসানুজ্জামান সজিব, আমিন বিডি’সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের
নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মী, স্থানীয় সাধারণ জনগণ।
গত ১৩ অক্টোবর সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় বঙ্গবন্ধুর জীবনী নির্ভর
সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ২০১৯ সালে সিনেমাটির নির্মাণ কাজ
শুরু করেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়
করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয়
করেছেন নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ
তিশা।