‘যে সমাজে সব শ্রেণির মানুষ সমানভাবে এগিয়ে যেতে পারে বা এগিয়ে যায়
সেই সমাজই সত্যিকার অর্থে অগ্রসর হলো এবং এগিয়ে গেলো প্রগতির পথে।
শ্রেণি বৈশম্য করে বা একটা শ্রেণিকে পিছনে ফেলে আরেকটা শ্রেণি
তরতরিয়ে এগিয়ে যাওয়ার নাম উন্নত নয়। তাছাড়া সমাজের বিত্তশালীদের অর্থে,
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হক রয়েছে। এটা সুযোগ নয়, অধিকার। অসহায়
মানুষদের এসব হক আদায় করা বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সুন্দর সমাজ
বির্নিমানে উচ্চবিত্তদের বড় মন নিয়ে এগিয়ে আসতে হবে। কিছু পাওয়ার
আশায় নয়, তার ভাইয়ের বিপদে পাশে থাকতে হবে। ‘বন্ধন-১২’ সেই কাজটি
বিগত একবছর ধরে নিষ্ঠার সাথে পালন করে আসছে।’ ‘বন্ধন-১২’ এর বোর্ড,
কেন্দ্র ও অন্যান্য ফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা গুলো বলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ড. শাহাদাত হোসেন। এ
সময় তিনি আরো বলেন, ‘আমার বাড়ি হাইমচর হলেও ফরিদগঞ্জের সাথে রয়েছে
আমার নিবিড় সম্পর্ক। আমার তারুণ্য কেটেছে এ উপজেলায়। বিশেষ করে এই
ইউনিয়নে (১২নং চর দুঃখিয়া ইউনিয়ন)। আমি এইচ.এস.সি পরীক্ষা দিয়ে ঢাকা
থেকে বাড়ি আসলে জনাব ফিরোজ ভূঁইয়া ফিরোজপুর জনকল্যান উচ্চ বিদ্যালয়ে
নিয়ে আসেন শিক্ষকতা করতে। তিন মাস এই প্রতিষ্ঠানে অবৈতনিক শিক্ষক
হিসেবে ছিলাম।
৪ নভেম্বর শনিবার ফরিদগঞ্জ উপজেলার ১২নং চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি প্রদান করে
সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’। শিক্ষা বৃত্তি প্রদান পূর্ব আলোচনা সভায়
সভাপতিত্ব করেন ‘বন্ধন -১২’ এর আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক
এস.এম মফিজুর রহমান। ‘বন্ধন-১২’ এর সদস্য সচিব এ. জেড শামসুদ্দিন
(ফারুক) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১২নং
চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান, ফরিদগঞ্জ
প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিরামপুর উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক খোরশেদ আলম, উত্তর লড়াইরচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আল
আমিন, দক্ষিণ লড়াইরচর বায়তুন নবী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আফলাতুন
কাওসার, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক
ইমাম হোসেন। সংগঠনটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী এবং
অভিভাবকদের হাতে বিশেষ বৃত্তির টাকা তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘বন্ধন-১২’ এর সদস্য সেলিম গাজী,
হাজী মিজান, সুমন হোসেন, বোরহান মিয়াজি, জসিম পাটওয়ারী। ভিডিও
কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সংগঠনের সদস্য প্রবাসী আলমগীর
পাটোয়ারী, নুরুল আমিন, হেলাল উদ্দিন ও আবু ইউসুফ।
অনুষ্ঠানে ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের ২টি হাই স্কুল এবং ২টি দাখিল মাদ্রাসার
২৫জন এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীকে বোর্ড ও কেন্দ্র ফি বাবদ প্রতি জনকে
২,২০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও আরো দুই মেধাবী ছাত্রীকে ১৫,০০০/- (পনের
হাজার টাকা) এককালিন বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষা বৃত্তির পাশাপাশি ইউনিয়নের বাসিন্দা অসহায় আব্দুল খালেক এর চিকিৎসা
বাবদ দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।