হাজীগঞ্জের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ইং সালের পরিক্ষার্থীদের ফরম পূরণ না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (৬ নভেম্বর ) সকাল থেকে পরীক্ষার্থী ও অভিভাবকরা একের পর এক স্কুল ক্যাম্পাসে জড়ো হতে দেখা যায়।
অভিভাবকদের দাবি আমাদের ছেলে-মেয়েদেরকে ফরম পূরণ করার সুযোগ করে দেওয়া হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিবাবক জানান, যারা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে তাদের ফরম পূরণ হয়েছে আর যারা প্রাইভেট পড়েনা তাদের ফরম পূরণ করা হয়নি।
তিনি আরো জানান,আমাদের ছেলেমেয়েরা কোন কোন সাবজেক্টে ফেল করেছে তাও আমাদেরকে দেখানো হয়নি।
পরীক্ষার্থীদের দাবি আমাদেরকে প্রধান শিক্ষক ফরম পূরণ করতে দিচ্ছে না। আমরা বোর্ডের ধার্য করা যে টাকা সেটা দিতে রাজি। তারপরও সভাপতি ও প্রধান শিক্ষক আমাদেরকে ফরম পূরণ করানো থেকে বিরত রেখেছেন। তাই আমারা স্কুল ক্যাম্পাসে অবস্থান করছি।
বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম বলেন,আমরা কোন অন্যায় করিনি। নিয়মের মধ্যে থেকেই যারা ফরম পূরণের উপযোগী তাদের ফরম পূরণ করেছি। আর যারা বাদ পড়া তাদের বাদ দিয়েছি। এতে কে খুশি,আর কে ব্যারাজ,তা আমরা দেখছি না। প্রতিষ্ঠানের স্বার্থে যা করা দরকার ঠিক তাই করছি। আমরা কোন ছাত্র-ছাত্রীর অমঙ্গল চাইনা। তারা আমাদেরকে ভুল বুঝছেন।
বিদ্যালয়ের সভাপতি মোঃ আহসান হাবিব বলেন, যারা পরম পূরণের যোগ্য আমরা তাদের ফরম পূরণ করেছি। আমি চাইনা যারা পরীক্ষার অযোগ্য তারা ফরম পূরণ করে প্রতিষ্ঠানের বদনাম করুক, তাই যারা পাশ করার উপযোগী তাদেরকেই ফরম পূরণ করা হয়েছে।