হাজীগঞ্জে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
হাজীগঞ্জ পশ্চিম বাজারের বালুর মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ সিটি শপিং সেন্টারের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে শুরুতে
স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।
পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিলন এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল,সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক বাবু সমির লাল দত্ত,সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী,সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শাহজামাল,উপজেলা আওয়ামীলীগে ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান পাটওয়ারী,৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত,২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী,পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন জনি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউছুফ মহন গাজী,পৌরসভার ১২ টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।