চাঁদপুরের হাজীগঞ্জ প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৩ সিজন-১ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রিমিয়ার ফুটবল লীগ এর উদ্বোধন করেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন।
উপজেলার ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলার যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেলর সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মো. আবু ছাইদ,পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসি আক্তার,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, এস.এম মানিক৭ নং বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম হাসু,ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।