ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনের মধ্যদিয়ে
বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘মোহনা টেলিভিশন’র ১৩ তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও
ইলেকট্রিক মিডিয়ায় দায়িত্বরত নবীন-প্রবীণ একঝাঁক
সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেকটাকা হয়েছে।
মোহনা টেলিভিশনের দর্শক ফোরাম ও চাঁদপুর জেলার পূর্ব অঞ্চলের
প্রতিনিধি তরুণ সাংবাদিক মো ফাহাদ’র আয়োজনে
অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.
মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক
প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, দেশ-বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক
শিক্ষানুরাগী জালাল আহমেদ (সি.আই.পি)র সহধর্মিণী মাইমুনা
জালাল ইকরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত
আসনের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ পৌর যুবলীগের
সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,
সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, যুবলীগ নেতা
আবদুর রহিম নিলাফ, ইসমাইল হোসেন পাটওয়ারী, সাবেক
ছাত্রনেতা আবু জাফর, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, মাসুম
পাটওয়ারী, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম বরকন্দাজ,
ইউনিয়ন যুবলীগ নেতা মিরন হোসেন মোহন, ছাত্রলীগ নেতা
সাফায়েত উল্লাহ, শাহাদাত তপাদার প্রমুখ।