মতলব উত্তর উপজেলার এখলাছপুরে আনোয়ার নামে এক মৎস্য ব্যবসায়ীকে সোমবার (১৩ নভেম্বর)
ভোরে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, তিনি খুবই সহজ সরল একজন মানুষ, তার
শত্রæ আছে এটা ভাবা খুব কষ্টের বলে মনে করেন এলাকাবাসী।
অজানা শত্রæরা আনুমানিক ৫.৪৫ মিনিটের দিকে এলোপাতাড়ি কোপায়। আনোয়ার এর অবস্থা
খুব আশংকাজনক। তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে এলাকাবাসী। পরে তাকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি বর্তমানে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আনোয়ার হোসেন এখলাছপুর
মৎস্য আড়তের সুমন বেপারীর মৎস্য আড়তদের কর্মচারী।
খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ও উপ-পরিদর্শক (এসআই)
মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।