চাঁদপুরের শাহরাস্তিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখা’র কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থ্রি-স্টার কমিউনিটি সেন্টারে গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার আয়োজনে পবিত্র ফাতেহা-ই ইয়াজদহম উদযাপন ও কাউন্সিল অধিবেশন ২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওঃ আবু তাহের মোঃ নুরুল আলম। গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি শাখার সভাপতি মাওঃ রফিকুল ইসলাম তাহেরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর যুগ্ম মহা-সচিব অ্যাড: মোঃ মোছাহেব উদ্দিন বখতিয়ার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মালেক বুলবুল, গাউসিয়া কমিটি চাঁদপুর জেলা শাখার অধ্যাপক সভাপতি শাহ জামাল তালুকদার, ঢাকা মহানগর দা’ওয়াতে খায়র সম্পাদক মোঃ মফিজুর রহমান, চাঁদপুর জেলা শাখার দা’ওয়াতে খায়র সম্পাদক মাওঃ আ,ন,ম ছাইফুল্লাহ, নির্বাচন কমিশনার গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ মোঃ হাসানুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলা ও পৌরা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে ২০২৪-২০২৫ আগামী দুই বছরের জন্য সভাপতি কাজী মাওঃ মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওঃ ইব্রাহিম খলিল রিফাত ও মাওঃ ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক করে গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অতিথি বৃন্দ।